বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট ধানঁসিড়ি হোটেলের হলরুমে ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগীতায় আরআরএফ এর বাস্তবায়নে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়্। কর্মশালায় বাগেরহাট সদর উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে নিউনিয়ন পরিষদের নারী নির্যাতন প্রতিেিরাধ সদস্য এ কর্মশালায় অংশ গ্রহন করে।
কর্মশালা পরিচালনা করেন আরআরএফ এর কো- অর্ডিনেটর নার্গিস আনিসা পিয়া। এ সময় আরআরএফএর মনিটোরিং অফিসার বৈশাখী আফরিন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও ইউপি সদস্য আবেদা খাতুন, তহমিনা খাতুন, রেকসোনা বেগম, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, ষাট গম্বুজ ইউনিয়নের সমাজসেবক শেখ মহিদুল ইসলামসহ বাগেরহাট সদর উপজেলার ৩০ জন বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
কর্মশালায় নারী- পুরুষের সহিংসতা বন্ধ ও সামাজিক আচার-আচরন পরিবর্তনের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এছাড়া নারী নির্যাতন বন্ধের বিভিন্ন দিক –নির্দেশনা মূলক আলোচনা করেন কর্মশালায় অংশগ্রহন কারী প্রতিনিধিগন। #

km

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *