বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে নারীদের সক্ষমতা, নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষ হয়েছে। দ্যা হাই কমিশন অফ কানাডা বাংলাদেশের সহযোগীতায় ও উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চিরুলিয়া স্কুল এন্ড কলেজে দু’দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে চিরুলিয়া স্কুল এন্ড কলেজের হল রুমে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে  অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। বক্তব্য রাখেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা বাবুল পাইক, ওয়াদার চেয়ারম্যান এবং সিইও নিলুফা আক্তার ইতি, বিষ্ণুপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া আক্তার, ওয়াদার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আল আমিন সরদার। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনে অংশ নেয়া বিষ্ণুপুর ইউনিয়নের ৩০ জন নারীর মাঝে সনদপত্র বিতারন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি বলেন, যুব নারীদের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের এ প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্যো। আমাদের এ প্রকল্পের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আনতে চাই। সমাজে তার অধিকার সম্পর্কে জানাতে চাই। এছাড়া রাজনীতিতে অংশ গ্রহণের মাধ্যমে নারীরা তাদের অধিকার আদায়ের পাশাপাশি সমাজের অন্য নারীদের নিয়ে কাজ করবে। বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে আমাদের এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যাক্রমে আমরা সদর উপজেলার ৩শ নারীকে এ প্রশিক্ষণ কর্শশালায় অংশ গ্রহণের সুযোগ দিবো।##mn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *