সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালীটি ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাটের জেলা প্রশাাসক মোহা. খালিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক সরদার আব্দুর রব, সহ-সাধারণ সম্পাদক এইচএম মইনুল ইসলাম, সহ সভাপতি তানিয়া খাতুন, মোল্লা মাসুদুল হক, প্রচার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন রতন, কোষাধ্যক্ষ এস এস শোহান, দুর্ঘটনা
অনুসন্ধান বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, এ্যাড. সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম জাদু, আবু বক্কর সিদ্দিক, আল আমিন, সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, তানজিম আহমেদ, শেখ সোহেল, মাহমুদুল হাসান, সাকিব হাওলাদার, শেখ আবু তালেব, আমিনুল ইসলামসহ জেলা কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের সকল সদস্যবৃন্দ ও চালক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে বাগেরহাটের বাস ও পরিবহন শ্রমিক-চালকদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রাকৃতিক দূর্যোগের চেয়ে সড়ক দূর্ঘটনা ভয়াবহ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হয়ে কারও মা-বাবা, কারও আত্মীয় স্বজন, কারও ছেলে মেয়ে মারা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে এগিয়ে এসে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা। #al

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *