শুক্র. এপ্রি ২৬, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ
ধর্ষনের অভিযোগে জেলা তাতী লীগের সদস্য সচিব আইনজীবী রানা গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাটে কৌশলে বাসায় ডেকে একজন নারী মোয়াক্কেল কে জোর পূর্বক ধর্ষনের অভিযোগে আলোচিত আইনজীবি ও বাগেরহাটে জেলা তাতী লীগের সদস্য সচিব ফকির ইফতেখার ইসলাম ওরফে রানা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট পৌরসভাধীন বাসাবাটি এলাকার এক নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০০০ (সংশোধনী)-০৩ এবং অধিক সংশোধনী (২০২০) এর ৯ (১) ধারায় শুক্রবার বাগেরহাট সদর মডেল থানায় মামলাটি করেন। থানা পুলিশ এদিন সন্ধ্যায় অ্যাডভোকেট রানা কে গ্রেফতার করে। ফকির ইফতেখার ইসলাম রানা শহরের খারদ্বার মল্লিক বাড়ী মোড় এলাকার শওকত আলী ফকিরের ছেলে। সে বাংলাদেশ তাতী লীগের বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব। মামলার বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম শনিবার সকালে বলেন, ভিকটিম ওই নারীর পারিবারিক আদালতে মামলার আইনজীবি ফকির ইফতেখার ইসলাম রানা। মামলা সংক্রান্ত কারনে ওই নারী প্রায়ই আইনজীবির চেম্বারে আসেন। গত ২৯ জানুয়ারী ওই নারী আদালতে এসে চেম্বারে তার আইনজীবিকে না পেয়ে মোবাইল করলে ভিকটিম কে বাসায় আসতে বলে। এদিন বিকেলে আইনজীবির বাসায় গেলে বাসায় কেহ না থাকার সুযোগে ওই আইনজীবি ভিকটিম শয়নকক্ষে নিয়ে জোরপুর্বক ধর্ষন করে। এক পর্যায়ে আইনজীবির স্ত্রী বাসায় এসে বিষয়টি ধরে ফেলে। এর আগে স্বভাব লম্পট অ্যাডভোকেট রানা মোবাইল ফোনে ভিকটিমের ছবি ধারন করে। বিষয়টি যাতে ফাঁস না হয় সে জন্য মোবাইলে ধারন করা ছবি দিয়ে ভিকটিম কে ব্লাক মেইলিং করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এ কারনে ঘটনাটি নিয়ে নানাভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে ভিকটিমের স্বামী ও পরিবারের সহায়তায় শুক্রবার সকালে এসে বাগেরহাট সদর মডেল থানায় অ্যাডভোকেট ইফতেখার ইসলাম রানা কে আসামী করে একটি মামলা করেন। মামলা রেকর্ডের পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার বেলা ১১ টার দিকে তাকে আদালতে চালান দেয়া হয়।

azd

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *