সোম. এপ্রি ২৯, ২০২৪
default

 

মাসুম হাওলাদারঃ

এখন থেকেই আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে  আওয়ামী লীগের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র

শেখ তন্ময় এমপি. তিনি আরও বলেন,২০০১ সালে জামাত-বিএনপি ক্ষমতায় আসার পরে বাগেরহাটের মানুষের উপর অমানুষিক নির্যাতন হয়েছে। জনগণের দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণ শান্তিতে রয়েছে। জনগণের শান্তি ও সম্মৃদ্ধি নিশ্চিত করতে আগামীতেও স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে,

স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার, বিএনপি ও স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামায়াত–বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন দেশের দক্ষিন –পশ্চিমাঞ্চলের মানুষ সুবিধা বঞ্চিত ছিল। পদ্মাসেতু নির্মানের মধ্য দিয়ে সেই অবহেলিত দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, তিনি আরো বলেন  বিএনপি জনগনের সাথে সম্পৃক্ত না হয়ে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন দূতাবাসের সাথে। করোনা গেলো, বন্যা আসলো কত কিছু হয়ে গেলো, তাদেরকে তো মাঠে-ঘাটে কথনও জনগনের পাশে দেখা যায়নি। আজকে তারা বড় বড় কথা বলে। তাদের উচিত জনগনের কাছে ক্ষমা চাওয়া।  রবিবার (১৭ সেপ্টম্বর) বিকালে বাগেরহাট খানজাহান আলী মাজার এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি জনগনের কাছে না গিয়ে বিদেশীদের কাছে যাচ্ছে। বিদেশীরা কি তাদের নির্বাচন করে দিবে, না কি বিদেশীরা এ দেশে এসে নির্বাচন করবে। আমি তাদের কে বলতে চাই আর কোন ছাড় দেওয়া হবে না। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনাদের বিদেশে পাঠিয়ে দেয়া হবে। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম,এ মতিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজু, প্রচার ও প্রচারনা সম্পাদক তালুকদার নাজমুল করিম ঝিলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু।

এছাড়াও অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।mn

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *