শুক্র. মে ১৭, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া  তামার তারসহ ২ জনকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমান তামার তারসহ ২ জনকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো জেলার ফকিরহাট ভট্রবালিয়াঘাট এলাকার সেকেন্দার ফকিরের ছেলে কামরুল ইসলাম (৩০) ও একই এলাকার মোজাফ্ফর ফকিরের আব্দুল কাদের (২৮)। এদের নিকট থেকে তাৎক্ষনিক ২৩১ কেজি বৈদ্যুতিক ক্যাবল কপার(তামার তার) ও তাদের ব্যবহ্নত একটি মটরসাইকেল জব্দ করা হয়। খুলনা র‌্যাব-৬এর মিডিয়া সেল থেকে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, খুলনা র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের আগ মুহুর্তে রামপাল উপজেলা রনসেন এলাকা থেকে এ দুজন কে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদ্বয়ের হেফাজত হতে চোরাইকৃত ২৩১ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবল ও আসামীর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভূক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে বিপুল পরিমান বৈদ্যুতিক কপার ক্যাবল কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে অধিনায়ক খুলনা র‌্যাব-৬ বরাবর গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইড ইনচার্জ একটি অভিযোগ দায়ের করেন। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে রামপাল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় কোম্পানীর পক্ষ থেকে র‌্যাবের সহযোগীতায় রামপাল থানায় একটি মামলা করা হয়েছে।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *