শনি. এপ্রি ২৭, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রে আবারও চুরি, চোরাই মালামাল ও ট্রাকসহ দুই চোর আটক,
বাগেরহাটের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার চোরাই মালামাল ও ট্রাকসহ ট্রাক চালক কামাল হোসেন (৪৪) ও হেলপার মেহেদী হাসান (১৮) কে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। এ সময় বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়ার ৪১৪ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৭ লাখ ৪৫ হাজার ২০০ টাকা। বুধবার (২৪ আগস্ট) রাতে রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের সামনে থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়। খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক ও ব্যাটালিয়ান অধিনায়কক চন্দন দেবনাথ বৃহস্পতিবার দুপুরে জানান বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত ৩ আনসার ব্যাটালিয়নের সদস্যরা একটি ট্রাক জব্দ করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের নিচে চেসিসের সঙ্গে অভিনব কায়দায় পেঁচানো অবস্থায় প্রায় ৪১৪ কেজি তামার তার পাওয়া যায়। উদ্ধারকৃত মালামাল ও ট্রাক জব্দ করাসহ চালক ও হেলপার কে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ মামলা করবেন বলেও জানান তিনি।#

az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *