শুক্র. মে ৩, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,

 

,বাগেরহাটে জেলা তথ্য অফিস আয়োজনে কচুয়ার গোপালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিতহয়েছে।মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর)সকালে

বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় কচুয়া উপজেলার ০৫ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের হলরুমে উপপরিচালক (রুটিন দায়িত্ব) বিশ্বজিৎ শিকদার এর সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ০৫ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদ সদস্য নিলুফা ইয়াসমিন , অঘোষ কুমার মিস্ত্রী, শেখ মহিউদ্দীন ,উপজেলা কৃষি সহকারী কর্মকর্তা দিপু রঞ্জন রায়, সমাজ উন্নয়ন কর্মী, এনজিও কর্মী, রাজনৈতিক কর্মী ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ, নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।উক্ত নারী সমাবেশে প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন । উক্ত নারী সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী তথ্য অফিসার মো: সুলতান আহমেদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *