বুধ. মে ৮, ২০২৪

ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ

বাগেরজাট প্রতিনিধি:

জেলা তথ্য অফিস বাগেরহাট পৌরসভাসহ বাগেরহাট জেলার  অন্যান্য উপজেলাগুলোতে জনস্বার্থে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচার করছে।

গড়ে প্রতিদিন ৬/৭ ঘন্টা প্রচারকার্য অব্যাহত রয়েছে।এতে জনগণের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে ।এ প্রসংগে বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক বিশ্বজিৎ শিকদার সোমবার (৩১ জলাই) বলেন,সম্প্রতি সারাদেশে ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়েছে। আপনারা সকলেই জানেন যে, ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। সাধারণতঃ বর্ষা মৌসুমে এ রোগটি ছড়িয়ে পড়ে। চলমান বর্ষা মৌসুমে ও এ রোগ বাগেরহাটেও ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোউন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন।ডেঙ্গু প্রতিরোধে আপানার বাসা/বাড়ি/অফিস/বিদ্যালয়ের আঙ্গিনা ফুলের টব, এসি/ফ্রিজের নিচের পানি অথবা আবদ্ধ যেকোন পানি এবং অপরিষ্কার জায়গা পরিষ্কার রাখুন। এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি নিজ উদ্যোগে পরিচালনা করুন। ঘরের আনাচে-কানাচে অন্ধকার জায়গায় মশানাশক ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। দিনে বা রাতে যেকোন সময় ঘুমোতে মশারি ব্যবহার করুন। সবসময় ফুলহাতা জামা, প্যান্ট বা পাজামা পরিধান করুন।শরীরে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করান। মনে রাখবেন, সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর ব্যবস্থা রয়েছে।পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন। পরিশেষে তিনি বলেন,নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত বাগেরহাট গড়ি ,এই হোক আমাদের সবার অঙ্গীকার ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *