সোম. এপ্রি ২৯, ২০২৪

 

মাসুম হাওলাদারঃ

দেশের জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শেখ তন্ময়ের দেশ ও জাতির জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়। তিনি বলেন,দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগের ইতিবাচক ভূমিকা ছিল। যে কোনো পরিবেশ পরিস্থিতিতে ছাত্রলীগই নেতৃত্ব দিয়েছে। ছাত্রলীগ এগিয়ে এসেছে. ভবিষ্যতেও ছাত্রলীগ এগিয়ে আসবে। ছাত্রলীগের নেতৃত্বে দেশে অনেক সফল আন্দোলন সংগ্রাম হয়েছে। দেশ ও জাতির জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে,আগে যেমন ছিল। ছাত্রলীগ অতীতে যেমন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে,তেমনি ভবিষ্যতে ছাত্রলীগকে দেশের জন্য কাজ করতে হবে। ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগেরহাট শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোব্দা শেখ কামরুজ্জামান টুকু ,জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন। বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে সভা পরিচালোনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান,অতিথি হিসাবে বক্তব্যে করেন  বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বাগেরহাটে  ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সভায় জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *