শুক্র. মে ৩, ২০২৪

প্রতিনিধি  বাগেরহাট ।

জেলা পরিষদ নির্বাচন -২০২২বাগেরহাটে চেয়ারম্যান ও ২ জন সাধারন সদস্য বিনাভোটে নির্বাচিত বাকী ৭ সাধারন ও ৩ সংরক্ষিত মহিলা সদস্যপদে হবে নির্বাচনী লড়াই.
আসন্ন জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসীল অনুযায়ী বাগেরহাটে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু আবার ও বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রতিদ্বন্ধি না থাকায় ২ জন সাধারন সদস্যও বিনাভোটে নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টে¤॥^র) দুপুরে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গনবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্বাচিত সাধারন সদস্য দুইজন হলেন, মোল্লাহাট উপজেলার সাধারণ সদস্য এসএম অলিউজ্জামান, ফকিরহাট উপজেলার মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়া একই দিনে বৈধ প্রার্থীদের নামে প্রতিক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলা প্রশাসক বলেন, বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও দুটি সাধারণ সদস্য পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। এছাড়া ৭টি সাধারণ সদস্য পদে ১৪ জন ও ৩টি নারী সংরক্ষিত সদস্য পদে ৬ জন নারী প্রতিদ্বন্দীতা করছেন। বৈধ ২০ প্রার্থীর অনুকূলে প্রতিক বরাদ্দ করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর বাগেরহাট জেলা পরিষদের বাকী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার মোট ১ হাজার ৩৬ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।#

az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *