সোম. এপ্রি ২৯, ২০২৪

প্রতিনিধি বাগেরহাটঃ

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের দলে কোন স্থান হবেনা।কেসিসি মেয়র আব্দুল
দেশে করোনাকালীন সময় যে সকল কর্মহীন মানুষ ঘরবন্ধী ছিলেন, তাদেরকে প্রধানমন্ত্রীর দেওয়া ব্যাপক সাহায্য সহযোগীতা আমরা করেছি। উপকুলীয় অঞ্চলে সুন্দরবনের নদী-খালে মাছধরা বন্ধছিল, যারা জেলে ছিলেন, সে সময়ও আপনারা সরকারের সহযোগীতা পেয়েছেন কেসিসি মেয়র আব্দুল খালেক বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপির পক্ষ থেকে মোংলায় করোনাকালে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক পৌর এলাকার ৭শ দরিদ্র পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ’র ডেপুটি কমান্ডার ও পৌর
আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে। কেসিসি মেয়র আব্দুল খালেক আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায়
সীমিতভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। আমরাও আজ মোংলায় সকল নেতা, কর্মীদের নিয়ে সীমিত আকারে বর্ধিত সভা করে সাংগঠনিক কর্মকান্ড কিভাবে এগিয়ে নেয়া যায় সেই সিদ্ধান্ত নিবো, সামনে যে কমিটি করা হবে সেখানে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িতদের দলে কোন স্থান হবেনা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *