শুক্র. মে ৩, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক,
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে তৃতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচ ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর আড়ংঘাটা থানাধিন শলুয়া পুর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হয় বয়রা তরুন সংঘ ও শহীদ মুনসুর স্মৃতি সংসদ। বয়রা তরুন সংঘের পক্ষে গোল করেন ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় জয় এবং শহীদ মুনসুর স্মৃতি’র পক্ষে গোল করেন ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় মাহিন খান। খেলায় রেফারী ছিলেন সিদ্ধার্থ সরকার, আবু বক্কর, তৌকির আহমেদ ও সুবীর বকসী।
এর আগে লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী ও শলুয়া পুর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রীতেশ রঞ্জন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আনোয়ার হোসেন, এডিসি উত্তর, ওসি আড়ংঘাটা, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসান ইফতেখার চালু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ রফিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো.মনিরুজ্জামান মহসীন ও শেখ হেমায়েতউল্লাহ, শেখ আলাউদ্দিন নাসিম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিক মাহমুদ তারা, খুলনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. এনামুল হক, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট কে এম ইকবাল হোসেন, সাইবার ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম এম সাজ্জাদ আলী, কামাল হোসেন, মনির শেখ, রমেশ মল্লিক, রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রামপ্রসাদ জোর্দ্দার, সাধারন সম্পাদক আদ্রিত্য মন্ডলসহ এলাকার হাজার হাজার দর্শক।
বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টায় মুখোমুখি হবে টিম মহেশ্বরপাশা ও খালিশপুর ফুটবল একাডেমি। jl

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *