রবি. মে ১৯, ২০২৪

 

খুলনা অফিস।

ম্যাজিস্ট্রেট দেখে ভুয়া চিকিৎসকের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে খুলনার কয়রা উপজেলায়। মোস্তফা কামাল নামের এক ভুয়া ডাক্তার ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তার ভুয়া চেম্বার থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন।এই সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এর আগে একবার কথিত ওই দন্ত চিকিৎসক মোস্তফা কামালকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। তবে সুযোগ বুঝে তিনি আবার চেম্বার খুলে বসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস জানান, তিনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও দীর্ঘদিন কয়রা উপজেলা সদরে ‘সাগর ডেন্টাল ক্লিনিক’ নামে চেম্বার খুলে প্রতারণা করে আসছিলেন। প্রতিনিয়তই সেখানে সাধারণ মানুষ চিকিৎসার নামে অচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই তার চেম্বারটি সিলগালা করে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে ওই চিকিৎসক দৌড়ে পালিয়ে যান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *