শুক্র. মে ১৭, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির দলিয় কার্যালয়ে আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য ডা: হাবিবুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুলকালাম আজাদ বুলু, বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়াদ ওবায়দুল ইসলাম জুয়েল সহ বিএনপির অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষককে নির্ভর করে কৃষকের জীবনমান উন্নতির লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী কৃষক দল গঠণ করেছিলেন। সবার আগে কৃষককে বাঁচতে হবে। কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা সবাইকে মনে রাখতে হবে। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে । যারা আজ এই জনগণকে কষ্ট দিচ্ছে তাদেরকে একদিন এই জনগণই ধরবে। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, জনগণের ভোটের অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুণরুদ্ধার না হবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও বিএনপি আন্দোলন, রাজনীতি চালিয়ে যাবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *