শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে কচুয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে আমন ধান কাটা শুরু হয়েছে। বুধবার দুপুরে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের বৈরাগীর হাট সংলগ্ন মাঠে দেবদাস মজুমদার নামের এক কৃষকের ধান কেটে মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জয় দাস, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত দেবনাথ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এ এইচ এম জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মাহেরা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঙ্কজ অধিকারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বৈরাগীর হাটে “শস্য কর্তণ উৎসব-১৪২৭” এর উপলক্ষে কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রান্তিক কৃষকরা তাদের সুবিধা অসুবিধার বিষয় ব্যক্ত করেন। কৃষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সকলকে ভূমিকা নিতে হবে।প্রধানমন্ত্রীর ঘোষনা এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না।যে জমিতে যে ফসল ফলানো যায় তাই ফলাতে হবে। এই মৌসুমে ধানের ফলন যেমন ভাল হয়েছে, দামও ভাল পাচ্ছেন কৃষকরা।আপনারা চাষাবাদ বৃদ্ধি করুণ, সাবলম্বী হন। সরকার আপানাদের সহযোগিতা করবেন।যতদিন করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত সকলকে মাস্ক পরিধানের জন্য অণুরোধ করেন তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *