বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জেন্ডার রেসপনসিভ পাবলিক সার্ভিস নিশ্চিতের লক্ষে সরকারী কর্মকর্তাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ নভেম্বর) সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চালনায় এ্যাকটিভিস্টা বাগেরহাট এর আয়োজনে, একশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন ইয়ুথ লিডার কুসুম হাসান জঁই। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক,একশন এইড বাংলাদেশ এর প্রগ্রাম ম্যানেজার নাজমুল হাসান, একশন এইড ডেনমার্ক এর প্রতিনিধি মানন লি, হাইফা আওয়াড, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগার আলী, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুছ সাকিব, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমার পল্টন, শিক্ষক প্রতিনিধি আমাতুল হাফিজ, মানবধিকার কর্মী সৈয়দ শওকত হোসেন , বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
সংলাপে আগত বিভিন্ন যুব প্রতিনিধিরা লিঙ্গ সংবেদনশীল সেবা নিশ্চিতের লক্ষে প্রশ্ন করলে সরকারী কর্মকর্তারা প্রশ্নের জবাব দেন। সংলাপে লিঙ্গ সংবেদনশীল সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন এবং এ বিষয়ে সবাই একযোগে কাজ করবে বলে সকাই একমত হন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *