শুক্র. এপ্রি ২৬, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে কোভিড ১৯ প্রতিরোধ ও টিকা নিশ্চিতে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অফিস, মহিলা অধিদপ্তর, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

ইউনিসেফ এর সহযোগীতায় ও দি হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে টাউন হল মিটিং নামের এই সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, প্রকল্পের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর দিলীপ কুমার, আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, বাগেরহাট জেলা সমন্বয়কারী খালিদ হাসান, নাজমুল হাসান, আই এস পি টুম্পা আক্তার মিম প্রমুখ।

বক্তারা কোভিড ১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণের বিভিন্ন কৌশল তুলে ধরেন।#

tn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *