সোম. মে ১৩, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১ মাস ৬ দিন কারাভোগ শেষে মুক্ত হয়েছেন ৩১ ভারতীয় জেলে। শনিবার (৮ অক্টোবর) সকালে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগার থেকে মুক্ত হন এসব জেলেরা। পরে এদিন দুপুরে মোংলা থানা পুলিশ ভারতীয় এসব জেলেদের খুলনাস্থ ভারতের হাই কমিশনের প্রতিনিধি প্রভাত মুন্দার কাছে হস্তান্তর করেন। হস্তান্তরের পরে দুপুরেই মুক্তি পাওয়া জেলেরা নৌপথে তাদের মাছ ধরা ট্রলারযোগে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গত মঙ্গলবার (৪ অক্টোবর) ৩ মাস ৪ দিন বাগেরহাটে কারাগারের আটক থাকার কারামুক্ত হয়ে ১৩৫ ভারতীয় জেলে দেশে ফিরে যায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ৩১ আগষ্ট বঙ্গাপসাগরে অবৈধ ভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করার সময় কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী ৩১ ভারতীয় জেলেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ ‘এফ বি মা মঙ্গলচন্ডী-১ এবং মঙ্গলচন্ডী-৩’ নামে দুটি ফিশিং ট্রলারও আটক করা হয়। পরে ১ সেপ্টম্বর মোংলা কোস্টগার্ড জেলেদের নামে মোংলা থানায় মামলা করেন। এরপর ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে ভারতীয় ৩১ জেলেকে বাগেরহাট কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। গ্রেফতার হওয়া এসব ভারতীয় জেলেরা ১ মাস ৬ দিন কারাভোগ শেষে শনিবার জামিনে মুক্ত হন। এসব জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়। এর আগে ৩ মাস ৪ দিন বাগেরহাটে কারাগারের আটক থাকার কারামুক্ত হয়ে ১৩৫ ভারতীয় জেলে দেশে ফিরে যায়।#rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *