শুক্র. মে ৩, ২০২৪

বাগেরহাট অফিস
ঈদকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাড়তি সতর্কতা জারি করেছে বন বিভাগ।একই সাথে সুন্দরবনে কর্মরত সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে।সুন্দরবনের অভ্যন্তরে দায়িত্বরত বনরক্ষীদের টহল জোরদার করতেও বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ঈদসহ বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে এক ধরণের অপরাধীরা মাথা চারা দিয়ে ওঠে।তারা মনে করে বনরক্ষী ও বন কর্মকর্তারা হয়ত ঈদে আয়েশ করছেন।এই ভেবে তারা অপরাধ করতে উদ্দত হয়।এজন্য প্রতি ঈদ এবং বড় বড় উৎসবে বন বিভাগ সুন্দরবনে বাড়তি সতর্কতা জাড়ি করে।এবারও সকল বনরক্ষিদের ছুটি বাতিল করা হয়েছে।সেই সাথে টহল জোরদার করা হয়েছে।সব মিলিয়ে সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

m,rb

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *