রবি. মে ৫, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলার আলোচিত মাদক বিক্রেতা  গ্রেফতার, গাঁজা ওইয়াবা উদ্ধার।
বাগেরহাটের মোংলার আলোচিত মাদক বিক্রেতা সোনিয়া আক্তার(৩০) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার নিকট থেকে দেড় কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার সোনিয়া কে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা বন্দর পৌর সভার মামার বাড়ী ঘাট নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। সোনীয়া আক্তার মোংলা পৌরসভার ৬ নং ওয়ার্ড মামার বাড়ী ঘাট নতুন কলোনীর বাসিন্দা রিপন ফরাজির স্ত্রী। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মোংলা বন্দর পৌর সভার মামার বাড়ীঘাট নতুন কলোনী এলাকায় এক নারী মাদক ব্যাবসায়ীর নিকট মাদকের বড় একটা চালান আসছে। এ খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশ নিয়ে গোয়েন্দা পুলিশের এস আই সৈয়দ জমারত আলীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মামার বাড়ীঘাট নতুন কলোনী এলাকায় পৌছায়। গোপনে অনুসন্ধান করে জানা যায় মাদক কারবারী সোনীয়া তার বসত ঘরের পশ্চিম পার্শে রাস্তার পাশেই অবস্থন করে মাদক বিক্রয় করছে। সোনীয়া ডিবি পুলিশের উপস্থীতি টের পেয়ে পালানোর চেষ্ট করে। এ সময় ডিবির ওই চৌকশ দলে থাকা নারী পুলিশ সদস্য তাকে ধরে ফেলে। তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে প্লাষ্টিকে মোড়ানো দেড় কেজি গাঁজা ও একটি পলিথিনের প্যাকেটে ৫০ পিচ বিক্রয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় সোনিয়ার স্বামী রিপন ফরাজী (৩৫) কৌশলে পালিয়ে যায়। সোনীয়া ও তার স্বামী রিপন ফরাজী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে মাদক কেনা বেচা করে আসছে। তারা পেশাদার মাদক ব্যাবসায়ী। এ ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।#

az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *