শুক্র. মে ৩, ২০২৪

মাসুম হাওলাদার বাগেরহাট ,
বাগেরহাট জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান বলেছেন, সকল সেবা প্রত্যাশীদের আপন ভাবুন। জনকল্যাণে কাজ করুন। আমার চেয়ার জনগণের সেবার জন্য। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ দফা বাস্তবায়নে সকল দপ্তরের সাথে জনগণের সম্পৃক্ততা জোরদার করে সেবা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন তিনি।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আজিজুর রহমান আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকাÐ গুলো সঠিকভাবে ও সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে। এজন্য সাংবাদিকরাও সরকারের উন্নয়ন কর্মকাÐে সচ্ছতা আছে কি না সেটিও দেখবেন, প্রশাসনের কর্মকর্তারাও সাংবাদিকদের সহযোগিতা করবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ভিশন এবং এসডিজি অর্জনে কাজ করতে হবে। স্ব স্ব দপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালনে সচেতন হবেন। শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক জঙ্গীবাদ নির্মূূলে কাজ করতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।##

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *