বৃহঃ. মে ১৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানববন্ধন,
দুর্যোগে আগাম সতর্ক বার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দুর্যোগের ঝুঁকি কমাতে জনগন ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলন, বাঁধনের এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুশফিকুল ইসলাম রিতু, গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা কমিটির সভাপতি সৈয়দ শওকত হোসেন, বাঁধনের প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, এছাড়া বাঁধন মানব উন্নয়ন সংস্থার নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাঁধনের সপ্তাহব্যাপী প্রচারনার অংশ হিসাবে আজকের মানববন্ধন কার্যক্রমমের মাধ্যমে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১৯শে অক্টোবর-২০২২পর্যন্ত চলবে। এ কার্যক্রমের মধ্যে আছে মানববন্ধন, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, জলবায়ু অবরোধ, রোড শো।rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *