শুক্র. মে ৩, ২০২৪

বাগেরহাট প্রতিনিসধিঃ
বাগেরহাট জেলা সদরে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে চাল মজুতের দায়ে বরকত রাইস মিল নামের একটি মিল মালিক কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহর তলীর বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। এ ছাড়া শহরের বিভিন্ন রাইস মিল ও গোডাউনের কাগজ-পত্র যাচাই করে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। চাল উৎপাদন করলেও গেল ৩ মাস ধরে কোন চাল খুচরা বাজারে বিক্রি করেননি এই মিল মালিক। তবে কি পরিমান চাল মজুদ রয়েছে এই মিলে সে তথ্য পাওয়া যায়নি। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, হঠাৎ করে চালের বাজার অস্থির করার জন্য একটি গ্রুপ অবৈধ মজুতদারি করছেন। এ জন্য চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের বিভিন্ন অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেছি। এরমধ্যে বিসিক শিল্প নগরীতে মধু ধাম নামের এক ব্যক্তির মালিকানাধীন বরকত রাইস মিলে গেল তিনমাস ধরে চাল উৎপাদন করলেও খুচরা বাজারে পাঠানোর কোন তথ্য প্রমান পাওয়া যায়নি। এই কারণেই মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।#

ad

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *