শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
এই কনকনে শীতে কষ্টে থাকা ৩য় লিঙ্গের জনগোষ্ঠির মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে, এম,আরিফুল হক। বুধবার (১২ জানুয়ারী) রাতে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স এলাকায় হিজড়া পল্লীতে হিজড়াদের এই কম্বল উপহার দেওয়া হয়।
এসময় জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম, উপ পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ক¤॥^ল পেয়ে আনন্দিত হিজড়াদের সর্দার রানী বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়ছে। রাতে শীতে খুব কষ্ট হয় আমাদের। আজকে এস পি স্যার নিজে এসে আমাদের ক¤॥^ল দিয়েছেন। ফলে শীতে আমাদের কষ্ট পেতে হবে না।
বাগেরহাটের পুলিশ সুপার কে, এম, আরিফুল হক বলেন, শীতে মানুষ কষ্ট পাচ্ছে দেখে জেলা পুলিশের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আজকে হিজড়া পল্লীতে কম্বল দেওয়া হয়েছে। এছাড়া সড়কের পাশে থাকা প্রকৃত অসহায়দেরও কম্বল দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এসময় সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *