শিরোনামঃ

মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

USB ডেস্কঃ
  • প্রকাশিত মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি,

জিএম কাদেরের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নিউ মার্কেটের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা জাতীয় পার্টি, যুব সংহতিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের  নেতাকর্মী অংশ নেন।  বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, মোড়েলগঞ্জ শরণখোলা আসনে জাপা প্রার্থী সজন কুমার মিশ্র,বাগেরহাটের  শরণখোলা উপজেলা জাপা সভাপতি গাজী বদিউজ্জামান, ফকিরহাট উপজেলা জাপা সভাপতি আলাউদ্দিন আলাল, চিতলমারী উপজেলা জাপা সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, জেলা যুবসংহতির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রাহল দেব মন্ডল,বাগেরহাট  জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারীসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে দলীয় চেয়ারম্যান ও  মহাসচিবের ডাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।,,

ptn

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সকল নিউজ সবার আগে পেতে লাইক দিন-

জনপ্রিয় পত্রিকাসমূহ