মঙ্গল. এপ্রি ৩০, ২০২৪

উত্তাল সংবাদ ডেস্কঃ
হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনদের জন্য বিনামূল্যে ইফতার-সেহরী দিচ্ছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এজন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে একটি ইফতার ও সেহরী শপ চালু করা হয়েছে।

যেখানে রোজার একমাস ইফতার ও সেহরী বিতরণ করা হবে। গত সোমবার বিকেলে ফিতা কেটে পুলিশের এ ইফতার ও সেহরী শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পু্লশি সুপার জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুজ্জামান টরিক, হাসপাতালের আরএমও ডা. এএসএম ফাতেহ্ আকরাম, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, একটি স্থানীয় দৈনিকের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোজার একমাস ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনদের হাসপাতাল চত্বরে ইফতার ও সেহরী শপের মাধ্যমে প্রতিদিন খাবার বিতরণ করা হবে। শুধু দুস্থ অসহায় নয়, যেকোন শ্রেণীর রোগী স্বজনরা বিনামূল্যে এ খাবার পাবেন।

an.bz

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *