মঙ্গল. এপ্রি ৩০, ২০২৪

 বাগেরহাট  প্রতিনিধিঃ
বাগেরহাটে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর মনিটরিং ও ইভ্যুলিয়েশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাগেরহাট চিংড়ি গবেষনা ইনস্টিটিউটে দিনব্যাপি এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ আবু ছাইদ। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএস এম রাসেলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর উপ-প্রকল্প পরিচালক সরজ কুমার মিস্ত্রি, বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্দ্ধোতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, ড. এ এস এম তানবিরুল হক, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হক, বাগেরহাট চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মুহিতুল ইসলাম সুমন, বাগেরহাট মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আবেদ আলী প্রমুখ।
কর্মশালায় বাগেরহাট জেলার মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, মৎস্য চাষী, সংবাদকর্মী, মৎস্য ব্যবসায়ীসহ অর্ধশতাধিক স্টেকহোল্ডাররা অংশগ্রহন করেন।মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টটি ২০১৯ সাল থেকে বাংলাদেশের উপকূলী এলাকার মৎস্যজীবী ও মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করছে। ২০২৩ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে।

ssn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *