বৃহঃ. মার্চ ২৮, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট।

বাগেরহাটে ৬৪০ মন্দিরে দূর্গাপূজার প্রস্তুতি, সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী,

বাগেরহাটে ৬৪০টি মন্দিরে উদযাপিত হবে শারদীয় দূর্গা পূজা। পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক।

এসময় উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান, অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান, অতিঃ পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) মোঃ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এস এম আশরাফুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐকয় পরিষদের আধারণ সম্পাদক এড মিলন কুমার ব্যানার্জীসহ বিভিন্ন উপজেলার ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসময় ধর্মীয় নেতারা পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এবং পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থার কথা উল্লেখ করা হয়।#

tn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *