শুক্র. মার্চ ২৯, ২০২৪

উত্তালসংবাদ ডেস্ক:

নড়াইলে স্বাস্থ্য সেবার উন্নয়নে নিজের জার্সি নিলামের অর্থ ব্যয় করবেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা।নড়াইলে মাশরাফীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। সব প্রতিকূলতা মোকাবিলা করে মাশরাফীর উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে আগামী বছর আয়োজন করা হবে এই নিলাম।
অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেসের উপদেষ্টা মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা জানানো হয়, মাশরাফী বিন মোর্ত্তজার ব্যবহৃত ব্রেসলেট বিক্রির টাকার একটি অংশ করোনায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। বাকি টাকা দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে।আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান এই প্রত্যয় নিয়ে ২০১৭ সালে মাশরাফী প্রতিষ্ঠা করেন নড়াইল ফাউন্ডেশন। মূলত স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশসহ মোট ১১টি বিভাগে কাজ শুরু করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। #

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *