শনি. এপ্রি ২০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

 

সাতক্ষীরায় বিজিবি’র পক্ষ থেকে কাঁকডাঙ্গা সীমান্ত এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে সোমবার (৯ আগষ্ঠ) দুপরে  কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও তলুইগাছা সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হারুনার রশীদসহ বিজিবি সদস্যরা।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র অসহায় সীমান্তবাসীর মাঝে এধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবন।

kg

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *