মঙ্গল. এপ্রি ২৩, ২০২৪

 

উত্তাল সংবাদ ডেস্ক
ময়মনসিংহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন কল্পে বিভাগীয় শহরে এক যৌথ সভার মাধ্যমে সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা। তারিখ ও সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে উম্মুক্ত আলোচনা ও মতামত সাপেক্ষে নির্ধারণ করা হবে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।সন্তান কমান্ডের নেতারা বলেন যে সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাথে সম্পৃক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সু সংগঠিত করতে সংগঠনের নীতিমালা অনুযায়ী কাজ করতে আগ্রহী তাদের অনতিবিলম্বে ০১৭১২৭৮৬৫৮৯ (সভাপতি), ০১৭১৬৬৭০৪০০ (সাধারণ সম্পাদক), ইমেইলঃ mehedimp1971@gmail.com এ যোগাযোগ করার অনুরোধ জানিয়ে জেলা ও মহানগর কমিটি গঠনে সংগঠনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে । নির্দেশনা মোতাবেক জেলা ও মহানগর স্থায়ী বাসিন্দা স্ব – স্ব কমিটির অন্তর্ভুক্ত হবেন। মহানগর এর স্থায়ী কোনো বাসিন্দা জেলা কমিটির কোনো পদে পদায়িত হতে পারবেন না তদ্রুপ জেলার কোনো স্থায়ী বাসিন্দা মহানগর কমিটির কোন পদে পদায়িত হতে পারবেনা।
এছাড়াও দেশব্যাপী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নাম ব্যবহার করে একটি চক্র গঠণতন্ত্র /নীতিমালা পরিপন্থী কার্যক্রম পরিচালনা করে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে যাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রকৃত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ।এক প্রশ্নের জবাবে তিনি বলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক প্রশাসন, অর্থ পরিকল্পনা এবং কল্যাণ ও পূনর্বাসন নামে কোন পদ ও পদবী নাই। যে বা যারা এ ধরনের পদ পদবী ব্যবহার করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করবে তা মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে প্রতারণার শামিল এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নীতিমালা পরিপন্থী। তাদের বিরুদ্ধে যে কোন বীর মুক্তিযোদ্ধার সন্তানেরই আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার রয়েছে। তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক মহাসচিব (প্রশাসন)এমদাদ হোসেন মতিন মুক্তিযোদ্ধা সংসদ এর গঠণতন্ত্র অবমাননা করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীতিমালা পরিপন্থী কিছু অনৈতিক কর্মকান্ড করায় যার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রীট মামলা চলমান যে মামলার বাদি কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি জনাব মেহেদী হাসান। যা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা’র মহাপরিচালক এবং সংশ্লিষ্ট সকলে অবগত। সংগঠনের পক্ষ থেকে নীতিমালা অনুযায়ী সকলকে দ্বায়িত্বশীল ভাবে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *