শুক্র. এপ্রি ১৯, ২০২৪

শীতের সবজিতে স্বস্তি বাড়ছে সরবরাহ কমছে দাম,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সর্বত্র হাটবাজারে কমতে শুরু করেছে শীতকালিন সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে শিম, টমেটো, করলা, বাঁধাকপি, ফুলকপিসহ একাধিক সবজি কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা কমেছে। পাশাপাশি ঝাঁঝ কমেছে কাঁচা মরিচেরও। ১৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম কমে আসায় সাধারণ ক্রেতাদের মাঝে এক প্রকার স্বস্তি ফিরেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, তুলনামূলক ভাবে বাজারে শীতের সকল প্রকারের সবজির সরবরাহ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই দামও কমতে শুরু করেছে। এ অবস্থা অব্যাহত থাকলে সবজির দাম আরও কমে আসবে বলে তারা জানায়।

এদিকে পৌর শহরের সড়ক বাজার গিয়ে দেখা যায় প্রতি কেজি শিম ৬০-৬৫, বাঁধকপি ৩৫-৪০, ফুলকপি ৩৫-৪০, করলা ৬০-৬৫, টমেটো ৭০-৮০, বেগুন ৩০-৩৫, গাজর ৮০-৯০, পেপে ২০-২৫, মুলা ৩৫-৪০, আলো ২৮-৩০, কাঁচা মরিচ ৪০-৫০, ধনিয়া পাতা ৭০-৭৫,  পটল ৩০-৩৫, বরবটি ৭০-৮০,মুখি ৫০-৫৫,শসা ৭০-৭৫ মিষ্টি কুমড়া ৫০-৫৫, টাকা বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিচ ৪০-৫০, কলা প্রতি হালি ২৫-৩০ বিক্রি হচ্ছে। তাছাড়া বাজারে মসলা, পেঁয়াজসহ  অন্যান্য পণ্য এক প্রকার স্থিতিশিল রয়েছে। অপরদিকে মাছের দাম ও বেশ কমেছে। রুই ২০০-২৫০, কাতল ২০০-৩৫০, তেলাপিয়া ১০০-১৩০, কার্প ২২০-২৭০, পুটি ১৭০-২০০, টেংরা ৩৫০-৪০০ বোয়াল ৪৫০-৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা পৌর শহরের মালদারপাড়া এলাকার মো. শিপন মিয়া  বলেন, মৌসুমের শুরুতে শীতকালিন সবজি বাজারে চড়া ছিল। গত কয়েকদিনের তুলনায় আজকে বাজারে সব ধরনের সবজি তুলনামূলকভাবে দাম অনেক কমেছে। শীতকালিন সবজির দাম কমতে শুরু করায় এখন টাটকা সবজি ক্রয় করা যাচ্ছে।

কলেজপাড়া এলাকার মো: হাবিব মিয়া বলেন বলেন, বেশ কিছু দিন ধরে বাজারে সবজির দাম অনেক বেশি ছিল। যেখানে এক কেজি সবজি কেনা হতো দাম বৃদ্ধি থাকায় ৫০০ গ্রাম কেনা হয়েছে। দু’একটির সবজি কেনা হলেও পরিমাণ ছিল খুবই কম। সবজির দাম কমতে শুরু করায় নানা  জাতের টাটকা সবজি কেনা যাচ্ছে।

রিকসা চালক কাজল মিয়া বলেন, রিকশা চালিয়ে দৈনিক যে টাকা আয় করা হয় তা দিয়ে চাল কিনলে অন্য কিছু কেনা যায় না। আমাদের মতো গরিবদের চলা খুবই কঠিন হয়ে পড়েছে। তবে এখন সবজির দাম কমতে থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানায়।

সড়ক বাজার সবজি ব্যবসায়ী বাদল বণিক বলেন, তুলনামূলকভাবে বাজারে শীতের সবজি সরবরাহ বেশ বৃদ্ধি পেয়েছে। তাই দামও কমতে শুরু করেছে। তিনি আরও বলেন, বাজারে সবজি সরবরাহ যত বৃদ্ধি পাবে  দাম ও তত কমে আসবে।,

anbg

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *