শুক্র. এপ্রি ১৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ মার্চ) দুপুরে শহরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।
এ সময় জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান জানান, রমজানকে সামনে রেখে বাজার যেন স্থিতিশীল থাকে সে ব্যাপারে ব্যবসায়ী নেতারা কথা দিয়েছেন। পাইকারি ও খুচরা বিক্রেতারা ভাউচারের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করবেন। এর পরও কোথাও যদি অনিয়ম হয়, তবে জেলা প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন বাজার কর্মকর্তা সুজাত খান, ব্যবসায়ী নেতা সরদার ফখরুল আলম সাহেব, পুলিশ সুপারের প্রতিনিধি মো. আলী নওয়াজসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন লিটন বলেন, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি। পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখা হবে।

rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *