শনি. এপ্রি ২০, ২০২৪

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ :

বাগেরহাটের মোড়েলগঞ্জে বুধবার দুপুরে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু এ কর্মসূচির উদ্ধোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিতরণীতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার(ভারপ্রাপ্ত) সিফাত-আল- মারুফ। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের বাস্তবায়নে ১৬টি ইউনিয়ন ও মোড়েলগঞ্জ পৌরসভার ৪১০ জন রোপা আমন উফশী ধান চাষী ও ২২০ জন রোপা আমন হাইব্রিড ধান চাষীর মাঝে সার ও বিজ বিতরণ করা হবে। #

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *