শুক্র. এপ্রি ১৯, ২০২৪

জেলা প্রতিনিধি,বাগেরহাটঃ

মেয়াদোত্তীর্ণ সরকারি স্যালাইন পুশ, সেবিকা শোকজ.

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ সরকারি স্যালাইন পুশ করার ঘটনা ঘটেছে। বুধবার (৬ এপ্রিল) সকালে আবু হানিফ হাওলাদার (৬০) নামের ওই রোগীর শরীরে দুই মাস আগে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা শামীমা।

রোগীর ছেলে জাকারিয়া হাওলাদার জানান, সকাল ৭টার দিকে নার্স তার বাবার শরীরে সরকারি স্যালাইন পুশ করেন। স্যালাইনের প্রায় তিনের দুই ভাগ শেষ হলে তার ছোট বোন হাসিনা বেগম স্যালাইনের মেয়াদোত্তীর্ণের বিষয়টি দেখতে পান। দ্রুত-ই স্যালাইনটি খুলে ফেলা হলেও বাবার শরীরে জ্বালা-যন্ত্রণা থাকায় দুঃশ্চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা বলে জানান তিনি।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, হানিফ হাওলাদার নামে ওই রোগী শরীরে জ্বালা-যন্ত্রণা নিয়েই হাসপাতালে আসেন। উচ্চ রক্তচাপও ছিল তার। এ অবস্থায় নার্স শামীমা স্যালাইনের মেয়াদ না দেখেই তার শরীরে পুশ করেন। তবে পুশ করার পরপর-ই আমরা বিষয়টি জানতে পারি। রোগী বর্তমানে  স্বাভাবিক রয়েছেন। তারপরেও রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত নার্স শামীমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাকে এ বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া স্টোরে স্যালাইন, ওষুধসহ মেয়াদোত্তীর্ণ অন্য কোনো মালামাল আছে কি না, সে ব্যাপারেও স্টোর কিপার ও নার্সিং ইনচার্জকে খোঁজ নিতে বলা হয়েছে।

এর আগে গত ৪ মার্চ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুল্লাহ নামের এক রোগীকে মেয়াদোত্তীর্ণ  এন্টিবায়েটিক প্রদান করা হয়। বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

tn.zm

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *