বৃহঃ. এপ্রি ২৫, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, মহব্বত হোসেন, মন্নু হাজরা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদএর বাগেরহাটের আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য সচিব শেখ আরাফাত হোসেন সুমন, সদর উপজেলার আহ্বায়ক জব্বার দর্জি ও নাজমুল হাসান পলাশ প্রমুখ।বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এসেছিল।
যারা তার ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে তারা স্বাধীনতাবিরোধী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙেছে তাদের কঠোর বিচার করতে হবে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে, সেজন্য প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।মানববন্ধন কর্মসূচিতে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *