শুক্র. মার্চ ২৯, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট।

বিশ্ব-মহামারি করোনা প্রতিরোধে,বাগেরহাটে শিশুদের করোনা  ভ্যাকসিন প্রদান শুরু।
বিশ্ব-মহামারি করোনা প্রতিরোধে বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্ভুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়, বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বখসি, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওযামীলীগ নেতা আক্তারুজ্জামান বাচ্চু ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন সহ স্বাস্থ্যকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নির্দিষ্ট সময়ের আগে আসা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন অতিথিগণ। টিকাভীতি দূর করতে শিক্ষার্থীদের নানা ধরণের উৎসাহ দেওয়া হয়। জেলা প্রশাসকের উদ্বোধনের পরেই প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা কোমলমতি শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু করেন। এদিন ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। এছাড়াও জেলার ৪৫০টি বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে এদিন। ২২ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯৯৭টি বিদ্যালয়ের ১ লাখ ৯০ হাজার ৯৫২জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসি বলেন, করোনা প্রতিরোধে টিকা অনেক বেশি কার্যকর। তাই আমরা শিক্ষার্থীদেরও টিকা দেওয়া শুরু করেছি। তবে শিক্ষার্থীদের টিকার ক্ষেত্রে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হলে, সেই শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। আমরা চেষ্টা করব এই কর্মসূচি সফল করতে।# az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *