বৃহঃ. মার্চ ২৮, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট শহরের কচুয়াপট্টি এলাকার সুমন বেকারীর কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য উৎপাদন ও বিএসটিআই এর লোগো ব্যবহার করে পন্য বাজারজাত করার অভিযোগে কারখানা মালিককে এই জরিমানা করেন। ভবিষ্যতে কারখানাটি বিএসটিআই এর অনুমোদন নেবে এবং স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য পন্য তৈরি করবে তার জন্য সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান, বিএসটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী বলেন,অবৈধভাবে লোগো ব্যবহার করা হয়েছে ,পরিবেশ খুবই নোংরা  ভোক্তা অধিকার আইন এবং বিএসটিআই এর ২০১৮ সালের আইনে কারখানা মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছি। মানুষের জনস্বাস্থের কথা বিবেচনা করে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ap

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *