শুক্র. এপ্রি ১৯, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ
কর্মস্থলে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা ও গফরগাঁও সরকারি কলেজে চাঁদার দাবিতে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধরকারীদের বিচারের দাবিতে বাগেরহাটের কলেজ শিক্ষকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিসিএস সাধারণ শিক্ষক সমিতি উদ্যোগে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ শাহ আলম ফরাজী, নাসিমা ফেরদৌসি, অনিমেশ কান্তি সাহা, সহকারী অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ সাইফুর রহমান ফারুকি, শেখ আব্দুল গফফার, মফিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, স্বপন কুমার সরদার, রইস সরদার, সহযোগী অধ্যাপক, আকুঞ্জি কামরুজ্জামান, মানিবুর রহমান মিয়া, সিরাজুল ইসলাম, শেখ শাহিদ হোসেন, প্রভাষক কৃষ্ণ কুমার বিশ্বাস, নিপুণ মন্ডল, রেজওয়ানা সুলতানা প্রমুখ। সভাপতি অধ্যক্ষ মোঃ আসাদুল আলম খান বলেন, গফরগাঁও সরকারি কলেজের চাঁদা না পেয়ে কলেজে ভাঙচুর করেছে। এ সময় তারা কলেজের ক্যাশ শাখা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইমরাম হোসাইন ও সহযোগী অধ্যাপক মোঃ আবু রেজোয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দেশের বিভিন্ন কলেজে এই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে। শিক্ষা জাতির মেরুদন্ড। কিন্তু কর্মক্ষেত্রে শিক্ষকরা নিরাপদ না থাকলে কোনোভাবেই শিক্ষার মান নিশ্চিত সম্ভব নয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার চাই। একই দাবিতে বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলামের নেতৃত্বে অনুরুপ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উল্লেখ, গত ৮ জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে চাঁদার দাবিতে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধর করার অভিযোগ উঠে । এ ঘটনায় বৃহস্পতিবার গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিচার দাবিতে কর্মবিরতির ঘোষনা দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। #az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *