বৃহঃ. এপ্রি ২৫, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের বিষয়ক ওরিয়েন্টেশন এবং ডেঙ্গু, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার আয়োজনে শনিবার (২০ মে) সকালে বহুমুখী কলেজিয়েট স্কুলে অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। গার্ল গাইডস এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা কমিশনার মোসাঃ ফারহানা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচিতে বক্তব্য দেন, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিকব শিক্ষা কর্মকর্তা মু: শাহ আলম, নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী নুসরাত জাহান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মোর্শেদ প্রমুখ। দিনব্যাপি ওরিয়েন্টেশন ও প্রশিক্ষন কর্মসূচিতে ৯ উপজেলার গার্ল গাইডসের কমিশনার, সহকারি কমিশনার, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।##mn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *