শুক্র. মার্চ ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে আন্তর্জাতিক যুব দিবস-২০২২উপলক্ষে ফুটবল খেলা, হাড়িভাঙ্গা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ্যাক্টিভিস্টা বাগেরহাটের এর আয়োজনে এবং গ্লোবালপ্লাটফর্ম অফ বাংলাদেশ, বাধঁনমানব উন্নয়নসংস্থা ও যুবউন্নয়ন অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহীকর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাসুদুল হাসান মালিক, বাগেরহাট খানহজাহানআলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখী,সদরযুবউন্নয়নকর্মকর্তা শেখ মো: আজগর আলী, এ্যাকশন এইডবাংলাদেশ এর ইন্সপাইরেটর ওবায়েদুল্লাহ আলইমন, বাঁধনের এফোরটিপ্রকল্পেরপ্রকল্পস মন্বয়কারীমুশফিকুল ইসলাম রিতু, সোহাগ হাওলাদার, প্রগ্রাম অফিসারসানি জোবায়ের, এছাড়া এ্যাক্টিভিস্টাবাগেরহাট ও রামপালের ২ শতাধিকসদস্যরাউপস্থিত ছিলেন।পরে হাড়িভাঙ্গা, শিশুদেরজন্য বিস্কুট দৌড়, সব বয়সিদেরজন্য হাড়িভাঙ্গা ও ফুটবল খেলায়বিজয়ীদেরমধ্যে পুরস্কার বিতরণকরা হয়।উল্লেখ্য এই বছরদিবসটিরপ্রতিপাদ্য হলোআন্ত-প্রজন্মসংহতি: সকলবয়সেরজন্য একটিবিশ্ব তৈরি করা।
বক্তারা বলেন, আমরা টেকসইউন্নয়ননিশ্চিতকরে যে নিরাপদ ও সমতারবিশ্বের স্বপ্ন দেখিতাঅপূর্ণইরয়েযাবেযদি নাআমরাপ্রজন্ম থেকে প্রজন্মের দূরত্ব ও ভিন্নতাভুলেগিয়েসকলবয়সেরমানুষ এক সাথে কাজকরি।প্রজন্ম থেকে প্রজন্মের সেতুবন্ধনআরো দৃড়করতে ও তারুণ্যেরঅংশগ্রহণেরবার্তাসকলেরকাছে পৌঁছেদিতেহবে।

sg

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *