বৃহঃ. মার্চ ২৮, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ

জেলায় করোনায় মোট মারা গেছে ১০৬ জন ।
বাগেরহাটে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) ২৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে দুই জন। এই নিয়ে জেলায় মোট মারা গেছে ১০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা পৌছেছে ৫ হাজার ১৫১ জনে। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ৬৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে দুই জন। লকডাউন শিথিল ও কোরবানি উপলক্ষে লোকজন খুবই বেশি বাইরে বের হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোধ করেন তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *