শুক্র. এপ্রি ১৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ:
বাগেরহাটে গুণি শিল্পিদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (৯মার্চ) সন্ধ্যায় স্বাধিনতা উদ্যানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সম্মাননায় প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট সদর (বাগেরহাট-২) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। জেলা প্রশাসক মোহম্মাদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ, প্রফেসার চৌধরী আব্দুর রব। সম্মাননা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন, বাগেরহাট জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচি, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম প্রমুখ।
১৫ জন শিল্প সংস্কৃতির ক্ষেত্রে গুণী ব্যাক্তিদের অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি করোনা মহামারির কারণে ২০১৯ থেকে২০২১ তিন বছরের পদক এক সঙ্গে দেওয়ার হয়।
২০১৯ সালের জন্য চূড়ান্ত মনোনীত ৫ গুণিজন হচ্ছেন- সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক ডা: মো: মোশারেফ হোসেন, যাত্রাপালায় প্রফুল্ল চন্দ্র রায়,চারুকলায় মো: আ: মালেক হাওলাদার, চলচ্চিত্র প্রান রায়, কন্ঠসংগীত সরদার মো: রহমাতুল্লাহ।
২০২০ সালের জন্য চূড়ান্ত মনোনীত ৫ গুণিজন হচ্ছেন- নাট্যকলায় গোলাম কিবরিয়া, যাত্রাপালায় দুলাল কৃষ্ণ মালী, কন্ঠসংগীতে মো: বাবুল মিয়া, চারুকলায় শেখ ইসমাইল হোসেন খোকন, নৃত্যকলায় তিথি দেবনাথ।
২০২১ সালের জন্য চূড়ান্ত মনোনীত ৫ গুণিজন হচ্ছেন- যাত্রাপালায় গঙ্গা রাণী মন্ডল, লোক সংস্কৃতি শশাঙ্ক শেখর বসু,কন্ঠসংগীত পিযুষ কান্তি মন্ডল, নাট্যকলা শামসুল হাদি, যন্ত্রসংগীতে শেখ কবির উদ্দিন।rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *