শুক্র. মার্চ ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট  জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা সিভিল সার্জন ডা: কে, এম, হুমায়ুন কবির, উপ-পরিচালক স্থানিয় সরকার দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি ) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহম্মদ রিজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিনুজ্জামানসহ জেলা মনিটরিং কমিটির সদস্যরা সভায়
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যেগ নিয়েছে। প্রতিটি উপজেলায় জন সচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণসহ মসজিদে মসজিদে প্রচারণা চালানো হচ্ছে। প্রয়োজনে আমরা আইনও প্রয়োগ করছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা সৃষ্ঠির পাশাপাশি জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *