বৃহঃ. এপ্রি ২৫, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধিঃ
রাতে কমিউনিটি ক্লিনিকে কোন নিরাপত্তা ব্যাবস্থা না থাকায় অনায়াসেই চোরে কমিউনিটি ক্লিনিকে চুরি করে পালিয়ে যাচ্ছে। ১৬ অক্টোবর সকাল ৯ টায় বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অসীম দাস ক্লিনিকে গিয়ে দেখেন একটি জানালার কপাট ভাংগা ও লোহার গ্রীল কাটা। ক্লিনিকের ভিতরে আলমারী ও ড্রয়ারের তালা ভাংগা ও ঔষধপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। সিএইচসিপি অসীম দাস জানান, সৌর বিদ্যুতের বড় একটি ব্যাটারী যার আনুমানিক মূল্য ২৫/৩০ হাজার টাকা ও আলমারীতে রাখা ১১ হাজার টাকাসহ ডায়াবেটিস ও প্রেসার মাপা মেশিন নিয়ে গেছে। তাৎক্ষনিক অসীম দাস সিজি কমিটির সদস্যদের ডাকেন ও উপজেলা স্বাস্থ্য অফিসে জানান। উপজেলা অফিস কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ এসে পর্যবেক্ষন করে। বিকালে অসীম দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে একই রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালী কমিউনিটি ক্লিনিকেও একই পদ্ধতিতে চুরি সংঘঠিত হয়েছে বলে জানা গেছে। কিছুদিন আগে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গাবোরখালী কমিউনিটি ক্লিনিক থেকে রাতে অজ্ঞাত চোরেরা সৌর ব্যাটারী চুরি করে নিয়ে যায়।
রাতে কমিউনিটি ক্লিনিকের কোন নিরাপত্তা ব্যাবস্থা না থাকায় চোরেরা অনায়াসেই এসব মূল্যবান জিনিস চুরি করে নিচ্ছে।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *