বৃহঃ. মার্চ ২৮, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি |
বাংলাদেশে সমুদ্র সীমায় আটক ভারতীয় জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আটক ট্রলার ও জেলেদের নামে ১৯৮৩ সালের সমুদ্রে সীমালঙ্ঘন ও সামুদ্রীক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় পৃথক মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। সাগরের গভীরে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে কোষ্টগার্ডের নিয়মিত টহলরত জাহাজে থাকা কোষ্টগার্ড সদস্যরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করে শুক্রবার রাতে তাদের মোংলা থানায় হস্তান্তর করে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে কোষ্টগার্ডের টহলরত জাহাজ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৭৩ কিলোমিটার উত্তরে দেশীয় জলসীমা এলাকায় বেশ কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলার বাংলাদেশের সিমানায় প্রবেশ করে মাছ শিকার করতে দেখে। এসময় কোষ্টগার্ড মোংলা দ্বিগরাজে পশ্চিম জোন’র সদস্যরা তাদের ধাওয়া করে আটক করতে গেলে ট্রলার ও জাল নিয়ে দ্রুত তাদের ভারতের সিমানায় চলে যায়। এসময় অভিযান চালিয়ে পিতা-মাতার আর্শিবাদ নামের ফিশিং ট্রালারে থাকা জেলে, মহোন দাশ (৩৫), রুবেল দাশ (২৪), বিধান দাশ (২৮), অভি দাশ (২৬), হরি দাশ (২৭), রনো দাশ (২২), শুনিল দাশ (৫০), জয়নাল দাশ(১৯), মহাদেব (২৩), শুধির (৫০), বিষ্ণ দাশ (৬০), সর্মাট দাশ (২০) ও গৌরাঙ্গ দাশ (৫০) সহ ১৩ ভারতীয় জেলেসহ ট্রলারটি আটক করতে সক্ষম হয়।আটক এ সকল জেলেদের বাড়ী পশ্চিম বঙ্গ ভারতের দক্ষিন চব্বিশ পরগনা জেলার কুলতলী থানার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

smk

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *