বৃহঃ. এপ্রি ২৫, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধিঃ

মহান বিজয় দিবসে  বাগেরহাটে  মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে  জাতির পিতা  বঙ্গবন্ধু  শেখ মুজিবর  রহমান এর প্রতিকৃতিতে বিজয় দিবসে   শ্রদ্ধা নিবেদন করেন   ।নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে ১৬ই ডসিম্বের বুধবার সকালে বাগেরহাট সদর উপজলো মুক্তিযোদ্ধা  কমপ্লক্সে ভবনরে সামনে বঙ্গবন্ধুর প্রতকিৃততিে শ্রদ্ধা নিবেদন  করনে এই উপস্থতি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, কে এম আজিজুল ইসলাম সদর মডলে থানা অফিসার ইনর্চাজ, শেখ শওকত হোসন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সদর উপজলো ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,মোঃ আউয়াল,কামরুল ইসলাম,কালি পদ,বাগেরহাট  জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমন্ডরে সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার, মুক্তিযোদ্ধা সন্তান কমন্ডরে সাংগঠনকি সম্পাদক রজোউল ডাকুয়াসহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন ।শ্রদ্ধা নিবেদনের পরে দোয়া ও আলোচনা হয় । আলোচনায় বক্তারা বলনে  র্সবকালরে র্সবশ্রষ্ঠে বাঙালি স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের র্সবাধনিায়ক, জাতির  পিতা  বঙ্গবন্ধু শেখ  মুজিবর রহমান জন্ম হয়ছেলি বলইে বাংলাদেশের  জন্ম হয়ছে।গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের আত্মোৎর্সগকারী বীর শহিদদের  যাঁদের র্সবােচ্চ ত্যাগের বিনিময়ে র্অজতি হয় স্বাধীনতা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *