শুক্র. এপ্রি ১৯, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক:

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, কিংবদন্তি সংগীতশিল্পী ফকির আলমগীর দেশের সব ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে গান গেয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন। ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন সংগ্রাম এবং গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও সামরিক শাসনবিরোধী গণআন্দোলনে তাঁর গান দিয়ে শামিল হয়েছিলেন। দেশসেরা এই শিল্পীর মৃত্যু বাংলাদেশের গণসংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। সংগীত জগতে তাঁর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে।

প্রতিমন্ত্রী ফকির আলমগীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১)গত রাত সাড়ে১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *