শুক্র. মার্চ ২৯, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক,
আড়ংঘাটার শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যামিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি নারী ফুটবল ম্যাচে জয় পেয়েছে সাতক্ষীরা নারী ফুটবল দল। শুক্রবার (১২ মে) অনুষ্ঠিত এ ম্যাচে তারা একমাত্র গোলে হারিয়েছে খুলনা নারী ফুটবল দলকে। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের সময় সাতক্ষীরা দলের জয়সুচক একমাত্র গোলটি করেন ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সিমলা। খেলার শেষ মিনিট পর্যন্ত খুলনা দল এক চেটিয়া প্রভাব বিস্তার করে খেলেও গোল পরিশোধে ব্যর্থ হয়। খেলায় রেফারী ছিলেন মনির শেখ, সুদীপ্ত ও চয়ন। খেলায় মনোমুদ্ধকর ধারাভাষ্য প্রদান করেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী।
এরআগে প্রীতি ম্যাচের উদ্বোধন এবং পরে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন ম্যাচের প্রধান অতিথি খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। রীতেশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় মাঠে উপস্থিত ছিলেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. এনামুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিক মাহমুদ তারা, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট কে এম ইকবাল হোসেন, এডভোকেট আশরাফ আলী পাপ্পু, এডভোকেট মাসুম বিল্লাহ, ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল, ক্রীড়া সংগঠক আবু তারিক খান, মো. হুমায়ুন, পূর্ণচন্দ্র মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক, রমেশ মল্লিক, বিমল মল্লিক, অপুর্ব মল্লিক, মুরাদসহ এলাকার হাজার হাজার দর্শক।
খুলনা নারী ফুটবল দল : সাদিয়া (অধিনায়ক), মঙ্গলী (সহ-অধিনায়ক), প¦ীতি, সীমা, অপি, জুঁই, পুঁজা, ঋতু, জারা, রিয়া, নাসরিন, শ্রাবনী, শম্মি, মিম, মাহি, নদী ও লামিয়া। টিম ম্যানেজার নুরুল ইসলাম খান কালু এবং কোচ এজাজ আহমেদ।
সাতক্ষীরা নারী ফুটবল দল : আদ্রিতা, জবা, তানিসা, দৃষ্টি, লাবনী, তামান্না, মুন্নি, সিমলা, মন্দিরা, পিয়ালী, ইতি, তুলি, সুরাইয়া, আমেনা, কৃপা, সিউলী, নিশা, ফ‚র্ণিমা, অধরা ও এ্যানি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *